হ্যারিকেন রিলিফ চ্যারিটি ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

বিগত দিনে হ্যারিকেন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয় দ্বীপপুঞ্জের  একাধিক দ্বীপ। সেখানকার মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়া। তারই ফল স্বরুপ আজ ৩১শে মে ২০১৮ সালে ক্রিকেটের মক্কা লর্ডসে আয়োজিত হতে চলেছে একটি রাত্রিকালিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ । বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশের মধ্যে চলা এই খেলাটি আজ রান সাড়ে ১০টা থেকে (ভারতীয় মতে) হবে। এই খেলায় দুটি দলের সদস্যগন হলঃ  

বিশ্ব-একাদশঃ

শাহিদ আফ্রিদি (পাকিস্তান - অধিনায়ক) , স্যাম বিলিংস (ইংল্যান্ড), দীনেশ কার্ত্তিক(ভারত), সন্দিপ লামিছানে (নেপাল),মিচেল ম্যাক্কলেঘান (নিউজিল্যান্ড), মহম্মদ শামি (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আদিল রশিদ (ইংল্যান্ড), রশিদ খান (আফঘানিস্তান), লুকে রঞ্চি (নিউজিল্যান্ড), শোয়েব  মালিক (পাকিস্তান) ও তামিম ইকবাল (বাংলাদেশ)।

ওয়েস্ট ইন্ডিজঃ


সি বার্থরাইট(বার্বাডোস- অধিনায়ক), স্যামুয়েল বদ্রি (ত্রিনিদাদ),রায়ান এমিট (ত্রিনিদাদ), আন্দ্র ফ্লেচার (গ্রানাদা), ক্রিস গেল (জামাইকা), এভিন লুইস(ত্রিনিদাদ), অ্যাসলে নার্স (বার্বাডোস), কেমো পল (গায়ানা), রোভান পাওয়েল (জামাইকা), দীনেশ রামদিন (ত্রিনিদাদ) , আন্দ্রে রাসেল (জামাইকা), মারলন স্যামুয়েল (জামাইকা) ও কেশ্রিক উইলিয়ামস (সেন্ট ভিন্সেন্ট )। 

No comments:

Post a Comment