সব মিলিয়ে ২০১৮র কাউন্টী বেশ ভালই যাছে ইশান্ত শর্মার। কাউন্টীর প্রথম রাউন্ডে ৫ উইকেট নিলেও খেলা হয়নি আর এক ভারতীয় ব্যাটসম্যান পূজারার, বৃষ্টির জন্য। সেখানে
দ্বিতীয় রাউন্ডের খেলাতেও জীবনের সবচে ভালো সময়টা
কাটালেন ইশান্ত শর্মা সাসেক্স-এর হয়ে। বলের সঙ্গে ব্যাটএও দাপট
দেখালেন। ব্যাট হাতে প্রথম শ্রেণীর ক্রিকেটএ জীবনের প্রথম অর্ধশত রানটি করে ফেললেন সাসেক্স-এর হয়ে। সেখানে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৫ বলে মাত্র ২ রানে ও দ্বিতিয় ইনিংসে ৩৩ বলে ১৮ রানে আউট হলেনে পূজারার।
সেখানে ইশান্ত শর্মা সাসেক্স-এর হয়ে ব্যাট করতে নেমে ১৪১ বলে
৬৬ রান করেন, যেখানে ছিল ৬টা ৪ ও ১টি ৬। গড় ছিল৪৬.৮১। ১২০টি প্রথম শ্রেণীর ক্রিকেটএ ব্যাট হাতে এটাই তার প্রথম অর্ধশত রান। সুতরাং বলাই যায় ব্যাট হাতে জীবনের প্রথম সেরা
সময়টা কাটালেন।
অন্যদিকে তিনি শুধু ব্যাট হাতেই যে ভালো সময়টা কাটালেন তা নয় বল হাতেও বেশ
সাফল্য পেলেন। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী বল হাতে ৩ উইকেট নিয়েছেন।
সুতরুং বলাই যায়যে আসন্ন ইংল্যান্ড সফরে বেশ বেগ পেতেয়া হবে ইংলিশ ব্যাটসম্যান
দের...
# এই লেখাটি ইংলিশএ পড়তে এখানে টিপুন...।।

No comments:
Post a Comment