কাউন্টি যাওয়া হচ্ছে না বিরাট কোহলির

বিরাট কোহলির চোট সংক্রান্ত সব কল্পনার অবসান ঘটালো বি সি সি এই।  গত ১৭ই মে হায়দ্রাবাদের আই পি এলের   ৫১ তম  ম্যাচ খেলার সময় ঘাড়ে চোট পান বিরাট। আজ বোর্ড কর্তা অমিতাভ চৌধুরী জানিয়েছেন যে বি সি সি আইয়ের মেডিক্যাল টিম সমস্ত দিক খতিয়ে দেখে এই রায় দিয়েছে যে বিরাট কে বিশ্রাম দেওয়া হবে , তিনি সারে ক্রিকেট কাউন্টি ক্লাবের হয়ে যে খেলতে যাচ্ছিলেন তা আর  সম্ভব না।  বর্তমানে বিরাটকে বি সি সি আইয়ের মেডিক্যাল টিমের নজরে থাকতে হবে।  আগামী ১৫ জুন থেকে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমি তে আবার তিনি ট্রেনিং চালু করবেন ও সাথে  তার ফিটনেস টেস্ট নেওয়া হবে।  বি সি সি আইয়ের মেডিক্যাল টিম  একই সাথে জানিয়েছে যে তারা পূর্ণ আশা রাখে যে বিরাট আগামী ইংল্যান্ড সফরে যেতে পারবেন।  
  এর ফলে বিরাটের কাউন্টি খেলার সম্ভবনা এবছরের মতো ইতি পড়লো। 

No comments:

Post a Comment